অনলাইন ডেস্ক
কিন্তু মাত্র এক মাসেই আজ ১৮ জুলাই ১৭তম দেশ হিসেবে করোনার সংক্রমণ ২ লাখ পার হলো। মারা গেছেন ২ হাজার ৫৮১ জন।
এদিকে বাংলাদেশে করোনাভাইরাসের ভূয়া রিপোর্ট নিয়ে নানা দেশে প্রশ্নবিদ্ধ হয়েছে। ওইসব দেশ ভেবেই পাচ্ছেন না কী করে এটা সম্ভব! বিদেশগামী একজন করোনা রোগীকে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে নেগেটিভ।
ওই রিপোর্টের বদৌলতে তিনি অনায়াসে প্রবেশ করেছেন তার কাঙ্খিত সোনার হরিণের ইটালিতে ।গণমাধ্যমে বাংলাদেশে করোনাভাইরাস পরীক্ষা নিয়ে দুর্নীতির খবর ফলাও প্রচার পেয়েছে।
এতে দেশের ভাবমূর্তি নতুন করে প্রশ্নবিদ্ধ হয়েছে এসব দেশে। বিশেষ করে ইটালিতে বিরূপ আচরণের শিকার হচ্ছেন প্রবাসীরা।
ইটালিতে বসবাসরত বাংলাদেশি ইমিগ্রেশন কনসালট্যান্ট এ কে জামান বলেন, ইটালির সংবাদপত্রে প্রকাশিত খবরাখবরে বাংলাদেশিদের দায়ী করা হচ্ছে ইটালিতে নতুন করে করোনাভাইরাস নিয়ে আসার জন্য।
বলা হচ্ছে, প্রবাসী বাংলাদেশি যারা ফেরত এসেছে, তারাই ইটালিতে করোনাভাইরাস নিয়ে এসেছে। বাংলাদেশিরা যখন চলাফেরা করেন, অন্যরা দেখে পাশ কাটিয়ে যায়।ইটালির ফ্রিউলি ভেনেজিয়ে জুলিয়া প্রদেশের ত্রিয়েস্ত শহরে থাকেন আইরিন পারভীন খান।
তিনি জানান, তার শহরের কাছাকাছি এক শহরে ৩৬ জনের করোনাভাইরাস ধরা পড়েছে, এদের প্রায় সবাই বাংলাদেশি। এখন বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি উঠেছে।
মিলানে এক বাংলাদেশি ফুল বিক্রেতাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়া হয়েছে।এরজন্য দায়ী ঢাকায় ২টি ‘ঢাকায় ২টি হাসপাতাল ‘রিজেন্ট’র মালিক মো: সাহেদ করিম এবং ডা: সাবরিনা।
সাবরিনার কথিত একটি ল্যাবের কম্পিউটারে পাওয়া গেছে, ৩০ হাজার ভূয়া করোনা নেগেটিভের রিপোর্ট।
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে ২ লাখ ২ হাজার ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকালের তুলনায় আজ নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। সব মিলে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৫৮১ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ১০ হাজার ৯৮ জন।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা