সিনিয়র স্টাফ রিপোর্টার : সারা বিশ্বের মত বাংলাদেশও এখন করোনা ভাইরাসে আক্রান্ত। অত্যন্ত অল্প সময়ে সারা দেশে ছড়িয়ে পড়া এ ঘাতক ব্যাধি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দের পেশাগত দায়িত্বপালনকে আরো বেশী ঝুঁকিপূর্ণ করেছে বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)। শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিইউএমসিজেএএ এর সভাপতি স্বপন কুমার দাস এবং সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা চৌধুরী একথা জানান।
বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দের পেশাগত দায়িত্ব পালনকে নিরাপদ করার লক্ষ্যে ডিইউএমসিজেএএ নিম্নোক্ত সুনির্ষ্ট দাবীগুলো বাস্তবায়নের জন্য সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। সেগুলো হচ্ছে বড় ধরনের গণ জমায়েত বা যে প্রেস ব্রিফিংগুলো ফেসবুক বা অন্য অনলাইনের মাধ্যমে করা যায় সেগুলো কাভার করতে সাংবাদিকদের না পাঠানো । বিশেষ করে সস্পাদক , বার্তা সম্পাদক এদের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, গণমাধ্যম কর্মীদের অ্যাসাইনমেন্ট কমিয়ে দিতে হবে, বাসায় অবস্থান করে কাজ করার সুযোগ দিতে হবে, মিডিয়া হাউজগুলো নিজেদের মধ্যে সংবাদ আদান প্রদান করবে/সম্বনয় করে কাজ করবে, কোন গণমাধ্যম কর্মীকে কাজ করতে বাধ্য করা যাবেনা।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ দায়িত্ব পালনকালে জীবানুনাশক, মাস্ক সরবরাহ করা এবং সমাজের বাস্তব চিত্র মানুষের কাছে তুলে ধরার ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত সংবাদ কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
একইসঙ্গে দেশী-বিদেশী গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিরাপত্তার বিষয়ে ডিইউএমসিজেএএ গভীর উদ্বেগ প্রকাশ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য জোর দাবী জানান।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা