চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে করনা ভাইরাস বিষয়ে গুজব ছড়ানো, দ্রব্যমূল্য মজুদ ও মূল্যবৃদ্ধি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী বা চিকিৎসা শেষে ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে ফেরত আসাদের উপর কড়া নজরদারি করা হচ্ছে।
কেউ যেন হোম কোয়ারেন্টাইন নির্দেশনা ভঙ্গ না করে সে লক্ষে উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। পাশাপাশি জেলা পুলিশের কর্মকর্তারা প্রতিটি ইউনিয়নে তদারকি করছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৮ টা পর্যন্ত ৩৬৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন। তাদের মধ্যে ৪০ জন ভারতীয় ও ২ নেপালি নাগরিক রয়েছেন। নেপালি ২জন ছাত্র, তারা এই জেলার বাইরে লেখা পড়া করেন। আর ভারতীয়রা আত্মীয়দের বাড়ি বেড়াতে এসেছেন।
প্রত্যেকের ১৪ দিনের সময় সীমা শেষ না হওয়া পর্যন্ত বাড়ি থেকে বের না হতে অনুরোধ জানানো হয়েছে। তবে কেউ যদি নির্দেশনা অমান্য করে বাড়ির বাইরে বের হয় তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। আগামী ২৬ মার্চের মধ্যে হোম কোয়ারেন্টাইন সময় সীমা শেষ হবে বলে তিনি জানান।
করোনা (কোভিড-১৯) ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির ৫ম জরুরি সভায় এইসব তথ্য জানানো হয়। জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সকল সভা, সমাবেশ, অনুষ্ঠান নিষিদ্ধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মজুদ ও মূল্য বৃদ্ধি না করা, সকল কোচিং-প্রাইভেট বন্ধ, বিদেশ থেকে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইন করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহনের কথা জানান জেলা প্রশাসক।
করোনা প্রতিরোধে বৃহস্পতিবার খোলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের হটলাইন নম্বর- ০৭৮১-৬২৫০৮। করোনা প্রতিরোধে জেলা জেলা কমিটির ৫ম সভায় আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে.এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামসহ অন্যান্যরা।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা