ফাইল ছবি। ছবি : তাসকিনা ইয়াসমিন।
সিনিয়র স্টাফ রিপোর্টার : এ পর্যন্ত যে ১৪ জন রোগী শনাক্ত হয়েছেন তারা প্রবাসফেরত যাত্রী কিংবা তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্য। এরমধ্যে ৭০ ঊর্ধ্ব আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রোগতত্ত্ব, রােগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এতথ্য জানান।
তিনি বলেন, আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে এসে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।
তিনি বলেন, পরিবারের সদস্যদের মধ্যে সংক্রমণের কারণে পারিবারিকভাবে শক্তভাবে সেলফ কোয়ারেন্টাইন পালন করতে হবে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা