অনলাইন ডেস্ক
নোভেল করোনাভাইরাসের পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করতে হবে। এ জন্য সাধারণ মানুষের থেকে কোনও রকম পয়সা নিতে পারবে না সরকারি এবং বেসরকারি ল্যাবগুলি। বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী রায়ে এমনই জানিয়ে দিল ভারতীয় সুপ্রিম কোর্ট। অবিলম্বে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
সরকারি ল্যাবগুলিতে বিনামূল্য করোনার পরীক্ষা হচ্ছে। কিন্তু বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষার জন্য টাকা গুণতে হচ্ছে সাধারণ মানুষকে। এক্ষেত্রে করোনাভাইরাস পরীক্ষার ক্ষেত্রে বেসরকারি ল্যাবরেটরি রোগীর থেকে সাড়ে ৪ হাজার টাকার চার্জ নিতে পারবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল। এর মধ্যে করোনা আক্রান্ত সন্দেহে কোনও ব্যক্তি স্ক্রিনিংয়ের জন্য গেলে তাঁর থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা নিতে পারে ল্যাবগুলি। আর কেউ করোনা আক্রান্ত কি-না নিশ্চিত হতে নেওয়া যেতে পারে আরও ৩,০০০ টাকা। কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ৩১ মার্চ সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়। এই জাতীয় বিপর্যয়ের দিনে সাড়ে ৪ হাজার টাকা খরচ করে করোনার পরীক্ষা করা সকলের পক্ষে সম্ভব নয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছিল। যে কারণে সমস্ত ভারতীয় নাগরিকের বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশ জারি করার জন্য আদালতের কাছে আবেদন করেন মামলাকারী।
এ দিন মামলার শুনানির সময় আবেদনকারীর এই বক্তব্যের সঙ্গে সহমত হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চ। এই বিপদের দিনে যাতে কোনও ব্যক্তি যাতে অর্থের অভাবে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে প্রত্যেকের বিনামূল্যে Covid-19 পরীক্ষার অন্তর্বর্তী রায় দিয়েছে আদালত। আর বিনামূল্যে করোনা পরীক্ষার জন্য বেসরকারি ল্যাবগুলির যে খরচ হবে তা মিটিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়টি পরে ভেবেচিন্তে দেখা যেতে পারে বলে বেঞ্চ জানিয়েছে। সেইসঙ্গে শুধুমাত্র NABL মূল্যায়িত বা WHO বা ICMR স্বীকৃত ল্যাবেই যাতে করোনার পরীক্ষা হয়, তাও নিশ্চিত করাতে বলা হয়েছে।
সমস্ত করোনা টেস্ট বিনামূল্যে করার আর্জি জানিয়ে যে আবেদন দাখিল হয়েছে আগামী দু’সপ্তাহের মধ্যে সে বিষয়ে নিজের বক্তব্য হলফনামা আকারে জানানোর জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আদালত।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা