অনলাইন ডেস্ক
শুক্রবার (১৯ জুন) জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙা রাখার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাস্থ্যবিভাগের কোনো কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে।’
কাদের বলেন, ‘এ ধরনের সমন্বয়হীন অযাচিত বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। স্পর্শ কাতর এসময়ে দায়িত্বশীল পদে থেকে কারো দায়িত্বহীন বক্তব্য রাখা সমীচীন নয়।’
ফ্রন্টলাইন যোদ্ধাদের প্রশংসা করে তিনি বলেন, ‘এ সংকট এ ফ্রন্ট লাইনে কর্মরত যোদ্ধাদের অনেকেই দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এ পর্যন্ত ৪২ জন চিকিৎসক, ২৬ জন পুলিশ সদস্যসহ নার্স, টেকনোলজিস্ট, সাংবাদিক, আনসার সদস্য প্রাণ দিয়েছেন। এমন পরিস্থিতিতে খুলনা লাগলো একজন চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙিক্ষত। আমি এর তীব্র নিন্দা জানাই এবং নিহত ডাক্তার রাকিবের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
তিনি বলেন, ‘এ সংকটের চিকিৎসকসহ সম্যক যোদ্ধাদের এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। মনে করিয়ে দিতে চাই শেখ হাসিনা সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়কারী যত ক্ষমতাবান হোক তার রেহাই নেই।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা