করোনা আতঙ্কে বন্ধ করা হলো বাণিজ্য মেলা। ছবি : মনোয়ার হোসেন।
মোঃ মানোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে কুমিল্লা শিল্প ও বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ (১৭ মার্চ) কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এ তথ্য নিশ্চিত করেছেন। মাসব্যাপি এই মেলা গত ২০ ফেব্রুয়ারি কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হয়।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, করোনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা সরূপ ইতোমধ্যে সব স্কুল কলেজ ও জন সমাগম হয় এমন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে কুমিল্লার শিল্প ও বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করা সময়োপযোগী কাজ হয়েছে। এতে করে করোনা সংক্রমনের ঝুঁকি কমে আসবে।
কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্ল্যাহ খোকন বলেন, আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এই তথ্য জানিয়েছি। যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা বিবেচনা করে মুজিবর্ষ উদযাপনের কর্মসূচী সংক্ষিপ্ত করা হয়েছে- সেখানে শিল্প ও বাণিজ্য মেলা বন্ধ করা সমীচীন হযেছে।
এরই মধ্যে জমে উঠেছিলো এই মেলা। সকাল সন্ধ্যায় কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকাসহ বিভিন্ন উপজেলা থেকে ভিড় করছিলো সাধারণ ক্রেতারা। তবে অনেকটা বদ্ধ পরিবেশে এমন জন সমাগম করোনা ঝুঁকি তৈরী করবে এই বিবেচনায় মেলা বন্ধ করে দেয়ায় খুশি কুমিল্লাবাসী।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা