চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৌদি আরবের সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। আজ সোমবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
রোববার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে দেশটির বহুল প্রচারিত ইংরেজি দৈনিক আরব নিউজ ও সৌদি গেজেট এ তথ্য জানায়।
সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিরোধ ও সতর্কতার অংশ হিসেবে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। যাতে করে শিক্ষার্থী ও শিক্ষপ্রতিষ্ঠানে কর্মরতরা নিরাপদে থাকতে পারেন।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন ভার্চুয়াল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রমে জোর দেয়া উচিত। যাতে করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষা ক্ষেত্রে প্রভাব কম পড়ে।
সৌদি আরবের শিক্ষামন্ত্রী হামাদ বিন মোহাম্মেদ আল-শেইখ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার আগে দৈনিক এবং সাপ্তাহিক পর্যবেক্ষণ মূল্যায়ন করা হবে।’
তবে এখনো পর্যন্ত দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ। তিনি রবিবার বলেন, আল্লাহকে ধন্যবাদ, শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ করোনায় আক্রান্ত হননি। আমাদের ছেলেমেয়েদের সুরক্ষার কথা চিন্তা করেই শিক্ষামন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৬৯৬ জন আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০২ জনে। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বব্যাপী ১০০ এর অধিক দেশে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
Like & Share our Facebook Page: Facebook
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা