অনলাইন ডেস্ক
করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর ক্রেতারা এ পর্যন্ত ৩ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার বাতিল করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
এখন পর্যন্ত ১ হাজার ১৩৪টি কারখানা জানিয়েছে যে, রবিবার সকাল ১০টা পর্যন্ত ৩ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৯৭৫ দশমিক ২০ পিস আরএমজি (তৈরি পোশাক) পণ্যের অর্ডার বা ক্রয়াদেশ বাতিল হয়েছে।
বিজিএমইএ’র দাবি, এসব ক্রয়াদেশ বাতিল হওয়ায় তা বাংলাদেশের প্রায় ২২ লাখ শ্রমিকের ওপর প্রভাব ফেলবে।
এর আগে গত ২ এপ্রিল করোনাভাইরাসের প্রভাবে ৩ বিলিয়ন মার্কিন ডলারের ক্রয়াদেশ বাতিলের কথা জানায় বিজিএমইএ।
এছাড়া গত ২৩ মার্চ বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক জানান, ক্রেতারা এ পর্যন্ত ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের ক্রয়াদেশ বাতিল করেছেন।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি। বিভিন্ন দেশের ক্রেতারা তাদের ক্রয়াদেশ স্থগিত করছেন।’
এদিকে গত শুক্রবার বিজিএমইএ এবং বিকেএমইএ এক যৌথ বিবৃতিতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সকল কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
Like & Share our Facebook Page
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা