করোনাভাইরাসের কারণে মানুষের স্বাভাবিক জীবন-যাপন থমকে গেছে। অনেক দেশেই চলছে লকডাউন। খেলাধুলাও স্থগিত। ক্রীড়া তারকাদেরও তাই বন্দী সময় কাটছে। শুধু তাই নয়। অনেকে বিয়েও পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন।
অস্ট্রেলিয়া জাতীয় দলের ৮ জন ক্রিকেটারের বিয়ে আটকে গেছে করোনাভাইরাসের কারণে। করোনাভাইরাসের দাপটে স্তব্ধ গোটা বিশ্ব। দোকানপাট- খেলাধুলা – মুভি-থিয়েটার সব বন্ধ। পাশাপাশি বিয়েও বন্ধ করেছে এই ভাইরাসটি।
ক্রিকেট মৌসুম শেষ হয়ে যাওয়ার পর এপ্রিলে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন ৮ জন অজি ক্রিকেটার। কিন্তু এই পরিস্থিতিতে সেই পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে।
৮ জন ক্রিকেটারদের মধ্যে আছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা, জাতীয় দলের পেসার জ্যাকসন বার্ড, ওপেনার ডি’অর্চি শর্ট, আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পা না-রাখা মিচেল সোয়েপসন, অ্যালিস্টার ম্যাকডারমট, অ্যান্ড্রু টাই, জেস জোনাসেন এবং ক্যাটেলিন ফ্রেট।
শুধু অস্ট্রেলিয়াতেই নয়, দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার লিজেলে লি-র বিয়ের তারিখ ছিল ১০ এপ্রিল। কিন্তু এখন সেটাও স্থগিত হয়ে গেছে।
অন্যদিকে অজি পেসার প্যাট কামিন্স এই অবসরে আবার বিয়ের কথা ভাবছেন। কামিন্স বলেছেন, ‘আমি এখন বাড়িতেই থাকছি। ফলে বিয়ের পরিকল্পনায় অধিক মনযোগ দিতে পারছি। আমরা ভাগ্যবান। সবেমাত্র আমাদের বাগদান হয়েছে।
বিয়ের সময় আশা করছি এই পরিস্থিতি আর থাকবে না। তবে জাম্পার মতো ঘনিষ্ঠ বন্ধুদের অবস্থা অনুভব করতে পারছি। ওদের বিয়ে পিছিয়ে দিতে হচ্ছে। এটা খুব কঠিন সময়।’
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা