অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৪৪০ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫২০ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৮৬ হাজার ৬৩১ জন।
মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিলো ৩০ জন। আর শনাক্ত ছিলো এক হাজার ৪৯৯ জন।
সোমবার মৃত্যু ছিলো ২৭ জন। আর আর শনাক্ত ছিলো এক হাজার ৪৪২ জন।
বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৮টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫২০ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৬ হাজার ৮০৮টি।
একই সময়ে নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৬৬। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৪১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৮১ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৫ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন ও ষাটোর্ধ্ব ২২ জন রয়েছেন।
এ পর্যন্ত মহামারি করোনা ভাইরাসে মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ২০০ (৭৭ দশমিক ২১ শতাংশ) ও নারী এক হাজার ২৪০ জন (২২ দশমিক ৭৯ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে দু’জন, খুলনায় ৩ জন, বরিশাল দু’জন, সিলেটে একজন, রংপুর একজন ও ময়মনসিংহে একজন রয়েছেন।
গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।