অনলাইন ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী প্রায় ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতি ভাইরাসটি এ পর্যন্ত বিশ্বে ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন।
এছাড়া আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এখন পর্যন্ত ১৯ লাখ ৯৮ হাজার ১১১ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৭৮ হাজার ৬৫৯ জন।
প্রাণঘাতি ভাইরাসটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটার বলছে, এ পর্যন্ত ২৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্তের সংখ্যায় অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
সবশেষ তথ্য অনুযায়ী, ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এরপরেই আছে ইউরোপের দেশ ইতালি। করোনা ভাইরাস সবচেয়ে বেশি আঘাত হেনেছিল এখানেই।
তবে এখন সে দাপট কিছুটা কমেছে। শেষ তথ্য অনুযায়ী ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৬৭জনের। এছাড়া স্পেনে ১৮হাজার ২৫৫, ফ্রান্সে ১৫হাজার ৭২৯ ও যুক্তরাজ্যে ১২ হাজার ১০৭ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ১ হাজার ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।
Like & Share our Facebook Page
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা