অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের এক সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে মারা গেছেন।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ‘সাধারণ ফ্লুয়ের উপসর্গ নিয়ে গত ২৪ এপ্রিল থেকে ৪০ বছরের ওই পুলিশ কনস্টেবল সেলফ কোয়ারেন্টিনে ছিলেন। পরে পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে।’
জানা গেছে, ওই পুলিশ সদস্য রাজধানীর ফকিরেরপুলের একটি হোটেলে সেলফ কোয়ারেন্টিনে ছিলেন।
পুলিশের ওয়ারী বিভাগের এক কর্মকর্তা জানান, এক বা দুইদিন আগে ওই পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত রাত ১০টার দিকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, গতকাল করোনা পরীক্ষার ফল আসলে জানা যায় যে তিনি পজিটিভ ছিলেন।
করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে তিনিই প্রথম মারা গেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা।
সারাদেশে এখন পর্যন্ত দুইশ’রও বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং ছয়শ’রও বেশি পুলিশ সদস্য কোয়ারেন্টিনে আছেন বলে জানা গেছে।