অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬১৪ জন, আর মারা গেছেন ১৭ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ২০৯ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২০৭টি।
শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ। গতকাল শুক্রবার করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ৪৩৪ জন, আর মারা যান ১২ জন। এদিন শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৫৯ শতাংশ।
এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সবশেষ ২০২১ সলের ১৩ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৭ জনের। এরপর থেকে বিগত তিনমাসে এটিই সবোর্চ্চ মৃত্যু।