মরণঘাতী ভাইরাস করোনায় মারা গেলেন বিখ্যাত জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। বাংলাদেশের দর্শকদের কাছে তিনি ’কাইশ্যা’ হিসেবে পরিচিত ছিলেন। রোববার (২৯ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন৷
সোশ্যাল মিডিয়ায় বাংলাভাষায় ডাবিং করা তার অভিনীত বিভিন্ন কমেডি ব্যাপক জনপ্রিয়তা পায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর৷
গত ২০ মার্চ তীব্র শ্বাসকষ্ট ও নিউমোনিয়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন৷ ২৩ মার্চ তার দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে৷ কেন শিমুরার প্রকৃত নাম ইয়াসুনোরি শিমুরা৷ তিনি জাপানের রক অ্যান্ড রোল কমেডি ক্লাবের সদস্য ছিলেন৷
তার মৃত্যুর শোক জানিয়ে এক জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ও মন্ত্রিপরিষদের প্রধান সচিব ইউশোহাইড সোগা এক টুইটবার্তায় বলেন, আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমাদের এখন ক্রান্তিকাল চলছে। আমাদের ছোঁয়াচে রোগ প্রতিরোধে আরও সচেতন হওয়া জরুরি।
জাপানের এক নাগরিক টুইটারে তার টাইমলাইনে লেখেন, তার মৃত্যু খুবই দুঃখজনক। এটা খুবই খারাপ খবর। তবে আমি আশা করব জাপানের নাগরিকদের কাছে এটি একটি বার্তা। করোনাভাইরাসকে সিরিয়াসলি নেয়া উচিত। এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিচর্তন করবে।
কেন শিমুরা ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি জাপানের টোকিও শহরের হাইকমিশুরিয়ায় জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭০ সালের দিকে অভিনয়জগতে প্রবেশ করেন। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা।
বাংলাদেশে ‘পাগলা ডিরেক্টর’ নামের একটি অপেশাদার অনলাইনভিত্তিক গ্রুপ কেন শিমুরা অভিনীত বিভিন্ন ধারাবাহিক ডাবিং করে ফেসবুক এবং ইউটিউবে প্রচার করে। সেটি সব বয়সীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে বাংলায় ডাবিং করা ‘জীবনটা বেদনা, কিছু ভালো লাগেনা’ সংলাপটি দারুণ জনপ্রিয় হয়েছিল।
জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। দেশের ইউটিউব চ্যানেল পাগলা ডিরেক্টর কেন শিমুরার ভিডিও বাংলায় ডাব করে কাইশ্যা নামে প্রচার করছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ দেশের দর্শকের কাছে খুব জনপ্রিয় হয়েছিল তাঁর অভিনীত ধারাবাহিকগুলো। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষকে বিনোদন দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রয়টার্স
Like & Share our Facebook Page: Facebook
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা