চিনের বাইরে মধ্যপ্রাচ্যের মধ্যে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ইরানে। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুইদিনের মাথায় ইরানের ইসলামি চিন্তাবিদ আয়াতুল্লাহ হাশেম বাতায়ি গোলপায়েগানির (৭৮) মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) শ্বাসযন্ত্র বন্ধ হওয়ায় মৃত্যু হয় গোলপায়েগানির। তিনিসহ দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে বিশিষ্ট ১২ রাজনীতিবিদের মৃত্যু হলো। তাছাড়া, আরও ১৩ জন আক্রান্ত বা কোয়ারেন্টাইনে রয়েছেন।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ‘ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি’র (ইরনা) জানায়, দুইদিন আগে কভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আয়াতুল্লাহ হাশেম বাতায়ি। তবে তার শেষ রক্ষা হয়নি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি গঠিত ইসলামি একটি বোর্ডের সদস্য ছিলেন তিনি।
সরকারি তথ্য অনুসারে, ১৬ মার্চ দেশটিতে মৃত্যু হয়েছে ১২৯ জনের। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার এবং সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের।
ভাইরাসটির বিস্তার ঠেকাতে সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত আলি রেজা জালি বলেন, এইভাবে করোনা বিস্তার লাভ করতে থাকলে ভাইরাসটি মোকাবিলার যথেষ্ট সামর্থ্য থাকবে না ইরানের।
এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মৃতদের মধ্যে ৫৫ শতাংশের বয়স ৬০-এর ঘরে। ১৫ শতাংশের বয়স ৪০ বছরের বেশি।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা