অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪১ জনের।
এ ছাড়া নতুন করে ২০৯ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। তাদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১২ জনে।
গত মাসের ৮ তারিখে দেশে প্রথমবারের মত কারও দেহে সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা। এছাড়া মৃত্যুর সংখ্যাতেও এটা একদিনে সর্বোচ্চ।
মঙ্গলবার দুপুরে আইইডিসিআরে ‘করোনাভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতান।
করোনার দুটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার অনুমতি চীনের
ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৯০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এই সময়ে আরও সাতজনের মৃত্যু হয়। এছাড়া আক্রান্ত হয় ২০৯ জন।
বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
https://www.facebook.com/dhakalive.tv/videos/2513192232277926/
Like & Share our Facebook Page