অনলাইন ডেস্ক
নতুন এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। ওকুপেশনাল মেডিসিন জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়। খবর ডেইলি মেইল ও স্কাই নিউজের।
এতে আরও বলা হয়, ৪৫ শতাংশ আইসিইউ কর্মী পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার, গুরুতর উদ্বেগ-হতাশা বা মদ্যপানের মতো বিষয়ে জড়িয়েছেন।
আটজনের মধ্যে একজন বা ১৩ শতাংশ বলেছে, গত দুই সপ্তাহে তারা আত্মহত্যার কথা ঘন ঘন চিন্তাভাবনা করেছেন।
গত জুন ও জুলাইয়ে যুক্তরাজ্যের ৯টি নিবিড় পরিচর্যা ওয়ার্ডের ৭০৯ জন স্বাস্থ্যকর্মীর ওপর এ গবেষণা চালানো হয়।
গবেষণার প্রধান লেখক মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক নীল গ্রিনবার্গ বলেন, কোভিড ১৯-এ উচ্চ মৃত্যুহার এবং হাসপাতালে ভিজিট নিষেধাজ্ঞার কারণে স্বজনদের সঙ্গেও সাক্ষাতের সুযোগ ছিল না ওইসব কর্মীর। এ কারণে তারা সর্বোচ্চ মানসিক চাপে ছিলেন।
তিনি বলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) কর্মীদের ওপর মহামারির যে মানসিক প্রভাব পড়েছে সেটি তাদের উচ্চ মানের সেবা দেওয়ার ক্ষমতা কমিয়ে দিতে পারে। এমন আশঙ্কা খুব বেশি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা