অনলাইন ডেস্ক
রাহুল বলেন, ‘মুদৃ উপসর্গ দেখা দেওয়ার পর করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলাম। তাতে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।’ কিছুক্ষণ পরে রাহুলের আরোগ্য কামনা করেন মোদী। তিনি বলেন, ‘লোকসভার সাংসদ শ্রী রাহুল গান্ধীজির সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করছি।’ রাহুলের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা সাংসদের আরোগ্য কামনায় টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। উল্লেখ্য, এদিন সকালেই অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। তারপর থেকে আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালও। রাহুল ছাড়াও কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মার শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। সোমবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে মনমোহন সিংয়ের। আপাতত দিল্লির এইমসে ভরতি আছেন তিনি। মঙ্গলবার টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘ডঃ মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছি। এইমসে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলেছি। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর যাবতীয় শুশ্রুষার ব্যবস্থা করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা