অনলাইন ডেস্ক
করোনা আক্রান্ত হয়েছেন চেলসির কোচ টমাস টুখেল। এফএ কাপে প্লাইমাউথের বিপক্ষে মাঠের নামার আগে তিনি কোভিড টেস্টে পজিটিভ হন। শনিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
বিবৃতিতে জানানো হয়েছে, টুখেল আইসোলেশনে থাকবেন এবং আগামী সপ্তাহে দলের সঙ্গে তার আবুধাবিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাত প্রো লিগের দল আল জাজিরা কিংবা এএফসি চ্যাম্পিয়নস লিগ বিজয়ী আল হিলালের মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। তবে যুক্তরাজ্যের করোনাবিধি অনুযায়ী কেউ কোভিড আক্রান্ত হলে তাকে পাঁচ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে।
আরোও পড়তে পারেন : চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমানে সমান বাংলাদেশ-নিউজিল্যান্ড