করোনার প্রভাব এসে পড়েছে চলচ্চিত্র পাড়ায়। একে তো সিনেমার ব্যবসায় মন্দা, ঈদ কিংবা বড় আয়োজনের ছবি ছাড়া দর্শক সিনেমা হলে যেতেই চায় না, তার উপর নতুন করে যোগ হয়েছে করোনাভাইরাস আতঙ্ক!
রবিবার বাংলাদেশে করোনাভাইরাস রোগী সনাক্তের পর চারদিকে সেই আতঙ্ক আরো দ্রুত ছড়িয়েছে। জনজীবনে স্বাভাবিক গতিতে কিছুটা ছন্দপতনও লক্ষ্য করা যাচ্ছে দুদিন ধরে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকাই সিনেমাতেও।
করোনা আতঙ্কে দেশের প্রেক্ষাগৃহে কমতে শুরু করেছে দর্শক! অন্য যে কোনো দিনের চেয়ে সোমবার ও মঙ্গলবার রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে দর্শক নেই বললেই চলে! দেশের একাধিক প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে আলাপ করে এমনটাই জানা গেছে।
করোনাভাইরাসের ভয়েই সিনেমা হলে দর্শক কমে যাচ্ছে বলে জানান প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা।
প্রেক্ষাগৃহের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় এরই মধ্যে এই ভাইরাসের প্রভাব সিনেমা ব্যবসার ক্ষেত্রেও পড়েছে। শুক্রবার শামীম আহমেদ রনি পরিচালিত ও ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে প্রথমবার জুটি হয়ে কাজ করেছেন শাকিব ও নুসরাত ফারিয়া।
বড় বাজেটের এই সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। ঢাকা ও বাইরের বিভিন্ন সিনেমা হলে খোঁজ নিয়ে জানা যায়, প্রথমদিনে ছবিটি ভালো ব্যবসা করলেও দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার খবরের পর থেকে দর্শক সিনেমা হলে কম যাচ্ছে।
পুরোনো ভিডিও শেয়ার করে টাইগারকে জন্মদিনের শুভেচ্ছা দিশার
গতকাল রাজধানীর মধুমিতা সিনেমা হলের অন্যতম কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, প্রথমদিন খুব ভালো সেল পেয়েছি আমরা। তারপর সেল কমছে। বিশেষ করে সন্ধ্যার শোতে ভালো সেল থাকার কথা। তবে করোনাভাইরাস আতঙ্কে অনেক দর্শক কমেছে। এমনিতেই শাকিব খানের সিনেমায় সপ্তাহ জুড়েই দর্শক থাকে। যারা ‘শাহেনশাহ’ দেখেছেন তারা প্রশংসাও করেছেন।
তবে করোনা আতঙ্কে গতকাল থেকে প্রেক্ষাগৃহের সেলটা কমেছে। এদিকে রাজধানীর শ্যামলী সিনেমা হলের ম্যানেজার আহসানউল্লাহ হাসান বলেন, দেশের সকল মানুষ এখন একটা আতঙ্কে সময় কাটাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না থাকলে সিনেমা হলে কি আর দর্শক আসে? এটা তো বিনোদনের জায়গা। দর্শকের সমাগম আগের চেয়ে কমে গেছে এবং সেই সঙ্গে ব্যবসায়িকভাবেও ক্ষতি হচ্ছে।
প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা যায়, আগামী ১৩ই মার্চ মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে পরিচালক সেই ছবির মুক্তির তারিখ পিছিয়েছেন।
এরপরের সপ্তাহেও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় দিন গুনছে। তবে করোনাভাইরাসের প্রভাব প্রেক্ষাগৃহে পড়ার কারণে ছবিগুলো যথাসময়ে মুক্তি দেয়া যাবে কি-না তা নিয়ে পরিচালক ও প্রযোজকদের মধ্যে সংশয় কাজ করছে।
প্রদর্শক মালিক সমিতির সাবেক উপদেষ্টা মিয়াঁ আলাউদ্দিন বলেন, দিন যতই যাচ্ছে করোনাভাইরাস নিয়ে ভয় ততই বাড়ছে। ভিড় সমাগম হলে করোনা বেশি ছড়ায়। সিনেমা হলে দর্শকদের ভিড় হয়। এই ভয়ে দর্শক আসা কমে গেছে।
দেশের আধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সেও করোনাভাইরাসের ভয়ে দর্শকের উপস্থিতি কমে গেছে বলে জানিয়েছেন সেখানকার সিনিয়র বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে অফিসিয়াল ঘোষণার পর থেকে দর্শকের উপস্থিতি কমে গেছে। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, ধানমন্ডি, মহাখালী সবগুলো শাখাতেই দর্শক কম হচ্ছে।
রাজধানীর মানুষের কাছে করোনা আতঙ্ক বিরাজ করলেও অন্য শহরে তেমন প্রভাব পড়েনি। রংপুরের শাপলা সিনেমা হল, যশোরের মনিহার, সাতক্ষীরার সংগীতা জানায়, ঢাকার বাইরে যারা নিয়মিত সিনেমার দর্শক তারা এখনো করোনা ভাইরাস সম্পর্কে সঠিকভাবে জ্ঞাত নন। নাম শুনেছে কিন্তু এর ভয়ে সিনেমা হলে আসবে না এমনটা হয়নি।
করোনাভাইরাসের ভয়ে সিনেমা হলে তুলনামূলক দর্শক কম হচ্ছে বিষয়টির সঙ্গে একমত পোষণ করেছেন প্রযোজক পরিবেশক সমিতির সহ-সভাপতি কামাল কিবরিয়া লিপু। তিনি বলেন, পাবলিক রিলেটেড সব ব্যবসায় হুমকির মুখে আছে করোনার কারণে। রাস্তাঘাটেও মানুষ কম বের হচ্ছে। আর সিনেমা হল তো একটা পাব্লিক প্লেস। সেখানেও ইতোমধ্যে প্রভাব পড়ছে।
করোনার প্রভাব পড়েছে বিশ্ব বিনোদনেও। প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতির হার কমা সহ আসন্ন ছবি মুক্তির তারিখও পিছিয়ে দেয়া হচ্ছে। হলিউড, বলিউডে বাতিল ঘোষণা করা হয়েছে ফিল্মের প্রমোশন, তারকা শিল্পীদের কনসার্ট।
Like & Share our Facebook Page: Facebook
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা