অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, বিয়ের আয়োজনটা হচ্ছে না। কারণ, আমি আলাদা কেউ নই। দেশের বাকি নাগরিকদের দলেই। যাদের মহামারির প্রভাবে ভুগতে হচ্ছে। নিউজিল্যান্ডের লাখ লাখ নাগরিক আরও বড় বিপর্যয়ের মুখে পড়েছে। আমার কষ্ট তাদের তুলনায় কিছুই নয়। আমাদের একে অপরের জন্য এই ত্যাগটুকু করতে হবে। জীবন এমনই।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাধ্যতামূলক মাস্ক পরা ও জনসমাগম সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিউজিল্যান্ডে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া মোট ৯ জনের দেহে মেলে ওমিক্রনের উপস্থিতি। এরপরই ব্যাপক সতর্ক হয় কিউই প্রশাসন। নতুন বিধি অনুযায়ী বিয়ের মতো কোনো আয়োজনে উপস্থিত হতে পারবে সর্বোচ্চ ১০০ জন। তবে অবশ্যই টিকার সনদ থাকতে হবে সবার।
প্রসঙ্গত, জেসিন্ডা আরডার্ন ও তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড এর আগে কখনোই বিয়ের তারিখ প্রকাশ করেননি। তবে ধারণা করা হয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা বিয়ের তারিখ ঘোষণা করবেন। নতুন বিধিনিষেধের কারণে আগামী মাসের পরে তাদের বিয়ের তারিখ ঘোষণা করা হতে পারে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা