অনলাইন ডেস্ক
রোববার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ফেনীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
অ্যাডভোকেট আকরামুজজামান ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ফেনী জজ কোর্টে সরকারী কৌসুলি (পিপি), ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি, ফেনীতে রোটারীর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, গত ১৯ জুন (শুক্রবার) শ্বাসকষ্ট নিয়ে তিনি সিএমএইচে ভর্তি হন। পর দিন তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শনিবার থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়।
এর আগে ফেনীর বাসায় ৪ দিন ধরে জ্বর, কাশিসহ অসুস্থতা বোধ করছিলেন অ্যাডভোকেট আক্রামুজ্জামান। শুক্রবার শ্বাসকষ্ট বাড়তে থাকলে বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে যান। সন্ধ্যায় সিএমএইচে ভর্তি করা হয়।
অ্যাডভোকেট আক্রামুজ্জামান ১৯৬৭ সালে তৎকালীন ফেনী মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। একাত্তরে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে অংশ নেন।
২০১৯ সালে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তিনি অসংখ্য শিক্ষা-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
সোমবার বিকেল সাড়ে ৫টায় নিজ গ্রাম ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামের পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মরহুমের ভাতিজা আসাদুজ্জামান দারা জানান, তার (আক্রামুজ্জামানের) ছোট ছেলে সিনিয়র সহকারী জজ সাইদুজ্জামান শরীফ যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশ্য রওনা দিয়েছেন।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা