জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও বলেছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস গোটা বিশ্বের প্রায় আড়াই কোটি মানুষের কর্মসংস্থান কেড়ে নিতে পারে।
বিশ্ব অর্থনীতির ওপর করোনার প্রভাব মূল্যায়ন করতে গিয়ে বুধবার এক বিবৃতিতে একথা জানায় আইএলও।
বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিশ্বের অর্থনৈতিক মন্দা ২০০৮ সালের পরিস্থিতিকে ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রতিটি দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বেকার হয়ে যাবে এবং শ্রমজীবী শ্রেণির মানুষের আয় মারাত্মকভাবে কমে যাবে।
এই পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটি দেশকে এখনই এ ব্যাপারে করণীয় ঠিক করে তা বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা।
সীমান্ত বন্ধ করে দেয়াসহ মানুষজনের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। জনসমাবেশ এড়াতে স্কুল, কলেজ, সিনেমা, রেস্তোরাঁ, গণপরিবহন, বিমান চলাচল বন্ধ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরপরও নতুন নতুন দেশে করোনা ছড়িয়ে পড়ছে।
এমন পরিস্থিতিতে বিশ্বে লাখ লাখ মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্যের একদল গবেষকের দাবি, করোনায় যুক্তরাষ্ট্রে ২২ লাখ ও যুক্তরাজ্যে পাঁচ লাখ মানুষ মারা যেতে পারে। এ ছাড়া ইরানেও ৩৫ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান (ডব্লিউএইচও) টেড্রোস আডানম গেব্রিয়াসুস বলেছেন, করোনার বৈশ্বিক মহামারী ঠেকাতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না দেশগুলোর সরকার। সন্দেহভাজন সব রোগীকে পরীক্ষার আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
মিয়ানমার ও উত্তর কোরিয়া নিজেদের করোনাভাইরাসমুক্ত ঘোষণা করেছে। সোমবার মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি এ ঘোষণা দেন। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, এখনও আমাদের দেশে কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি।
উত্তর কোরিয়ার দাবি, দেশটিতে এখন পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হয়নি। করোনা সন্দেহে পাঁচ হাজার ৪০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তারা কেউই করোনায় আক্রান্ত নন।
২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। বর্তমানে চীনের ৩০টি প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৬৫টি দেশে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের অন্তত দুই লাখ দুই হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৮৩ হাজার মানুষ সুস্থ হয়ে হাসাপাতাল ত্যাগ করেছেন। এছাড়া, এই ভাইরাসের কারণে এখন পর্যন্ত আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
Like & Share our Facebook Page: Facebook
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা