উত্তর ইতালি থেকে ইউরোপের বেশ কয়েকটি দেশসহ দক্ষিণ আমেরিকা মহাদেশেও ভাইরাসটি ছড়িয়েছে।
চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৯০ হাজারে। ৯০ শতাংশের বেশি মৃত্যু ঘটেছে চীনের হুবেই প্রদেশে। গত বছরের শেষে এ ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয় এই হুবেই প্রদেশেই।
চীনের মূল ভূখণ্ডের বাইরে আরো ১১টি স্থানে ১৩৬ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। চীনের বাইরে প্রাদুর্ভাব ছড়ানোর নতুন কেন্দ্র হয়ে ওঠা দু’টি দেশের মধ্যে ইরান একটি, অন্য দেশটি ইতালি। এর মধ্যে ইরানে সবচেয়ে বেশি ৫৪ জন এবং ইতালিতে ৩৪ জনের প্রাণ গেছে।
এছাড়া মধ্যপ্রাচ্যের ১০টিরও বেশি দেশে ভাইরাসটি ছড়িয়েছে। অপর দিকে উত্তর ইতালি থেকে ইউরোপের বেশ কয়েকটি দেশসহ দক্ষিণ আমেরিকা মহাদেশেও ভাইরাসটি ছড়িয়েছে। ইতালিতে অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনের দুই কর্মী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।
চীনের বাইরে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি হলেও মৃত্যু বেশি ইরানেই। দেশটিতে এর সংক্রমণে আরেক শীর্ষ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ইরানের এক্সপিডেন্সি ডিসারেন্সমেন্ট কাউন্সিলের সদস্য ছিলেন বলে জানা গেছে। এই কর্মকর্তার নাম সাইয়েদ মোহাম্মদ মির। তিনি গতকাল ভোরে তেহরানের মসিহ দানেশভারি হাসপাতালে মারা যান।
এদিকে এখন চীনের বাইরে এ ভাইরাস ছড়াচ্ছে দ্রুতগতিতে। তবে বেশির ভাগ রোগীর ক্ষেত্রে কেবল মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত রোববার জানিয়েছে, নভেল করোনাভাইরাসে মৃত্যুর হার ২ থেকে ৫ শতাংশের মধ্যে।
চীনে জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রোববার দেশটির মূল ভূখণ্ডে ২০২ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে আরো ৪২ জনের। সব মিলিয়ে চীনের মূল ভূখণ্ডে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ২৬ জনে; আর মৃত্যু হয়েছে মোট ২ হাজার ৯১২ জনের।
দিল্লি সহিংসতা: মোদীর ঢাকা সফর কি আটকানো সম্ভব?
চীনের মূল ভূখণ্ডের বাইরে ইরান ও ইতালির পর দক্ষিণ কোরিয়ায় ২৬ জন, জাপানে ১২ জন, হংকং, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে ২ জন করে এবং ফিলিপিন্স, তাইওয়ান, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে একজন করে মারা গেছে করোনাভাইরাসে।
আক্রান্ত ৬৬ দেশ : প্রাণঘাতী করোনাভাইরাস ইতোমধ্যেই বিশ্বের ৬৬টি দেশে ছড়িয়ে পড়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাইরে করোনাভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে আফগানিস্তানে ১ জন, আলজেরিয়ায় ১ জন, অস্ট্রেলিয়ায় মৃত ১ জনসহ ৩০ জন, অস্ট্রিয়ায় ১০ জন, বাহরাইনে ৪৭ জন, বেলারুশে ১ জন, বেলজিয়ামে ১ জন, ব্রাজিলে ২ জন, কম্বোডিয়ায় ১ জন, কানাডায় ২৪ জন, ক্রায়েশিয়ায় ৬ জন, চেক প্রজাতন্ত্র ১ জন, ডেনমার্কে ৩ জন, ডোমিনিকান প্রজাতন্ত্রে ১ জন, ইকুয়েডরে ৬ জন, মিসরে ২ জন, এস্তোনিয়ায় ১ জন, ফিনল্যান্ডে ৩ জন, ফ্রান্সে মৃত ২ জনসহ ১০০ জন, জর্জিয়ায় ১ জন, জার্মানিতে ১১১ জন, গ্রিসে ৭ জন, হংকংয়ে মৃত ২ জনসহ ৯৮ জন, আইসল্যান্ডে ১ জন, ভারতে ৩ জন, ইন্দোনেশিয়ায় ২ জন, ইরানে মৃত ৫৪ জনসহ ৯৭৮ জন, ইরাকে ১৯ জন, আয়ারল্যান্ডে ১ জন, ইসরাইলে ৭ জন, ইতালিতে মৃত ৩৪ জনসহ ১,৬৯২ জন, জাপানে মৃত ১২ জনসহ ৯৪৪, কুয়েতে ৪৬ জন, লেবাননে ১০ জন, লিথুয়ানিয়ায় ১ জন, লুক্সেমবার্গে ১ জন, ম্যাকাওয়ে ১০ জন, মালয়েশিয়ায় ২৫ জন, ম্যাক্সিকোয় ৫ জন, মোনাকোতে ১ জন, নেপালে ১ জন, নেদারল্যান্ডে ৭ জন, নিউজিল্যান্ডে ১ জন, নাইজেরিয়ায় ১ জন, উত্তর ম্যাসেডোনিয়ায় ১ জন, নরওয়েতে ১৫ জন, ওমানে ৫ জন, পাকিস্তানে ৪ জন, ফিলিপাইনে মৃত ১ জনসহ ৩ জন, কাতারে ৩ জন, দক্ষিণ কোরিয়ায় মৃত ২৬ জনসহ ৪২১২, স্পেনে ৭৩ জন, শ্রীলঙ্কায় ১ জন, সুইডেনে ১৩ জন, সুইজারল্যান্ডে ১৮ জন, তাইওয়ানে ৪০ জন, থাইল্যান্ডে মৃত ১ জনসহ ৪৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৯ জন, যুক্তরাজ্যে ৩৫ জন, যুক্তরাষ্ট্রে মৃত ২ জনসহ ৮৯ জন, ভিয়েতনামে ১৬ জন। এ ছাড়া প্রতিদিনই এই ভাইরাসে বিভিন্ন দেশে আক্রান্ত হচ্ছে মানুষ।
এ দিকে যুক্তরাষ্ট্রে গত শনিবার করোনাভাইরাসে আরো একজনের মৃত্যু হয়েছে। রোববার কর্মকর্তারা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের বাসিন্দা ৭০ বছরের ওই ব্যক্তি সম্প্রতি ইরান সফর করেছিলেন। এর আগে একই দিন আক্রান্ত ৫০ বছরের আরো এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী ওয়াশিংটনে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে।
অন্য দিকে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। গতকাল সোমবার দেশটিতে নতুন করে আরো ৪৭৬ জনের শরীরে এ ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার হাজার ২১২ জনে।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু
চীনে যেমন উহান শহরকে করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে দেখা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও তেমনি দক্ষিণাঞ্চলীয় পাশাপাশি দুই শহরকে এ ভাইরাস ছড়ানোর সূত্র হিসেবে দেখা হচ্ছে। এ দুই শহর হচ্ছে দেগু ও চোংডো। সন্দেহের তীর গিয়ে পড়েছে ওই অঞ্চলের শিনচিওঞ্জি নামে ক্ষুদ্র একটি খ্রিষ্টান সম্প্রদায়ের দিকে। আক্রান্তদের বেশির ভাগই এ সম্প্রদায়ের সদস্য।
সৌদি আরবে ২৫ হাসপাতাল প্রস্তুত : করোনাভাইরাস নিয়ন্ত্রণে ২৫টি হাসপাতালকে প্রস্তুত রেখেছে সৌদি আরব। লোকজন আক্রান্ত হলে তাদের এসব হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেল আলী। তিনি জানান, আক্রান্ত রোগীদের আলাদা করে রাখার জন্য হাসপাতালগুলোর দুই হাজার ২০০টি বেড প্রস্তুত রয়েছে।
ব্রিটেনে জরুরি বৈঠকে জনসন : ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। রোববার দেশটিতে নতুন করে ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে সেখানে এখন পর্যন্ত মোট ৩৫ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ দিকে, দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে। গতকাল সোমবার ব্রিটিশ সরকারের জরুরি সহায়তা কমিটির সাথে বৈঠকে বসার কথা বরিস জনসনের। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।
ভারতে নতুন করে আক্রান্ত দুইজন : ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দুইজন। একজন দিল্লির বাসিন্দা ও অন্যজন তেলেঙ্গানার। গতকাল সরকারের তরফে এই দুই আক্রান্তের কথা জানানো হয়েছে। একজন ইতালি থেকে ফিরেছে ও অন্যজন দুবাই থেকে। এই নিয়ে ভারতে মোট পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হলো। তিনজনকে আগেই চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আপাতত দুইজনেরই অবস্থা স্থিতিশীল। বিবিসি
Like & Share our Facebook Page: Facebook