করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা দু’হাজার ছাড়ালো। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জনের মৃত্যুর পর, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার নয় জনে। আক্রান্ত হয়েছে ৭৫ হাজারের বেশি মানুষ।
এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৬০ হাজার রোগী। যাদের মধ্যে ১২ হাজার মানুষ গুরুতর অসুস্থ। মৃদু উপসর্গ নিয়ে ভর্তি বাকিরা। আর চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৫৫৫ জন।
চীনের বাইরে বিভিন্ন দেশে ৮২৭ জন আক্রান্ত হয়েছে। বুধবার এসব তথ্য জানিয়েছে জানিয়েছে চীনের ন্যাশনাল হেলথ কমিশন।
জাপান সাগরে অবরুদ্ধ প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেসে’ আক্রান্ত আরও ৫৪২ জন। সর্বশেষ তাইওয়ানে একজনের মৃত্যুর পর চীনা ভূখণ্ডের বাইরে ভাইরাসটিতে প্রাণ গেছে এ পর্যন্ত পাঁচজনের।
এছাড়া কম্বোডিয়ায় ওয়েস্টারড্যাম নামের আরেকটি জাহাজে ৮৩ বছর বয়সী এক নারী আক্রান্ত হয়েছেন। তবে জাহাজটিকে কোয়ারেন্টাইনে রাখা হবে কি-না সেবিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
ভাইরাস-আতঙ্কে ২০ ফেব্রুয়ারি থেকে চীনা নাগরিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করছে রাশিয়া। মহামারী পরিস্থিতি এখনও ‘ভীষণ বিপজ্জনক পর্যায়ে’ রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা