চীনে করোনাভাইরাসে গেল ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন, আরও ১৩৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো, ১ হাজার ৬৬২ জনে।
মৃতদের মধ্যে ১৩৯ জনই করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের বলে রোববার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।
নতুন করে আক্রান্ত হয়েছেন, আরও ১ হাজার ৮৪৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে।
ভাইরাসটি মোকাবিলায় বিশ্বনেতাদের আরও জোরালো পদক্ষেপের আহবান জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসাথে চীনের তৎপরতার প্রশংসা করেছে তারা।
চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার এশিয়ার বাইরে ইউরোপের দেশ ফ্রান্সে চীনা এক নারী পর্যটক করোনায় মারা যাওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা