চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জনে। সংক্রমণের শিকার ২৮ হাজারের বেশি মানুষ।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গেলো ২৪ ঘণ্টায় ভাইরাসটির সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৭৩ জন। যাদের সবাই হুবেই প্রদেশের অধিবাসী।
আরও ২৫ হাজারের মতো মানুষ রয়েছে সন্দেহের তালিকায়। এছাড়া, চীন’সহ অন্যান্য দেশে তিন লাখের মতো মানুষকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের পরিবার-বন্ধুদের মধ্যে এক লাখ ৮৬ হাজারের বেশি মানুষ রয়েছেন নজরদারিতে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত ২০টি দেশে মারণব্যাধি ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য বিমান, সমুদ্র, নৌ এবং স্থলবন্দরে কাজ করছে বিশেষ টিম।
চীনের মূল ভূ-খণ্ডের বাইরে এখন পর্যন্ত মারা গেছে অন্তত দুইজন। মঙ্গলবার হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান। তিনি কিছুদিন আগেই করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ফিরেছিলেন। এর আগে, গত সপ্তাহে ফিলিপাইনে মারা যান উহানফেরত আরও একজন।
গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ।
বিশ্বের অনেক দেশই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। বেশিরভাগ এয়ারলাইন্স কোম্পানিগুলো চীনগামী ফ্লাইট বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা