করোনাভাইরাসে নতুন করে চীনে আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৮ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৮ হাজার।
চীনের নতুন করে মারা যাওয়া সবাই হুবেই প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কমিশন। ওই প্রদেশে এখানো হাসপাতালে ৪০ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ১৮শ’ আক্রান্তের অবস্থা গুরুতর। এ পর্যন্ত ১৫ হাজারের বেশি আক্রান্ত রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
এদিকে, দক্ষিণ কোরিয়ায় শনিবার সকাল পর্যন্ত নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত ১৪২ জন সনাক্ত করা হয়েছে ।এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৪৬ জন এবং নতুন করে এক জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২জন। কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এক বিবৃতিতে একথা জানায়।
এতে বলা হয়, সর্বশেষ নিহত ব্যক্তির বয়স ৯২ বছর, এই ব্যক্তি একটি ধর্মীয় সম্প্রদায়ের সদস্য, দক্ষিণাঞ্চলীয় নগরী চিয়ংদু’র এক হাসপাতালে তিনি মারা যান। সিনসহিওনঝি চার্চ অব জেসাস এর ১৫০ জনের বেশী করোনা ভাইরাস আক্রান্ত, প্রথমে ৬১ বছর বয়সের এক নারী গত ১০ ফেব্রুয়ারি করোনা ভাইরাসের জ্বরে আক্রান্ত হয়,এর পরেও সে চিকিৎসা গ্রহনের আগে অন্তত ৪টি চার্চ সফর করে।
ইতালিতে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় এক ব্যক্তি মারা গেছে। শনিবার দেশটির বার্তা সংস্থা আনসা একথা জানায়।
দেশটির উত্তরাঞ্চলীয় লমবার্ডিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর পর এ নারী মারা গেল। দেশটির উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায় নতুন এ ভাইরাস ছড়িয়ে পড়ায় দোকান-পাট, অফিস ও কমিউনিটি সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে।
ইরানে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ১০ জনের মধ্যে শনিবার আরো একজন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়ালো।
রাষ্ট্রীয় টেলিভিশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানৌশ জাহানপৌর বলেন, ‘কভিড-১৯ ভাইরাসে নতুন করে ১০ জনের আক্রান্ত হওয়ার খবর সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি। এদের মধ্যে একজন ইতোমধ্যে মারাও গেছে।’ এএফপি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা