চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৬ জনে। আক্রান্তের সংখ্যা ২০ হাজারেরও বেশি।
ভাইরাসটি এখন ২৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে এখন পর্যন্ত দেড়শ’রও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা না দিয়ে উল্টো বিশ্বে ভয় আর আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে চীন।
সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা এবং গত দু’সপ্তাহে চীন ভ্রমণে আসা বিদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর এ অভিযোগ করলো দেশটি।
যুক্তরাষ্ট্র ছাড়াও রাশিয়া, জাপান, পাকিস্তান ও ইতালি এ ধরনের নিষেধাজ্ঞা দেয়। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এ ধরনের পদক্ষেপ না নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
সংস্থাটির আরও আশঙ্কা, আনুষ্ঠানিকভাবে ঢুকতে না দিলে অনেকেই বেআইনিভাবে ঢুকবে। যে কারণে দ্রুত ছড়াতে পারে করোনা।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা