করোনাভাইরাসে আক্রান্ত এক ভারতীয় তরুণের মৃত্যু হয়েছে। মৃত তরুণের নাম মণির হোসেন (২৩)। ত্রিপুরার ওই বাসিন্দা মালয়েশিয়ায় কর্মরত ছিলেন।
মনিরই প্রথম ভারতীয়, যিনি করোনাভাইরাসে প্রাণ হারালেন। গতকাল বুধবার ভোরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে মনিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার এক সহকর্মী।
নোভেল করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। আর এর মধ্যেই মণিরের মৃত্যু সংবাদ এসে পৌঁছালো ত্রিপুরার বিশালগড়ে।
জানা গেছে, মালয়েশিয়ায় একটি রেস্তোঁরায় কাজ করতেন মণির হোসেন। গত সপ্তাহে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় তাঁর। মণিরের মরদেহ দ্রুত ত্রিপুরায় আনতে তাঁর পরিবার দিল্লির দ্বারস্থ হয়েছে।
তাঁর বাবা জানিয়েছেন, পরিবারের আর্থিক হাল ফেরাতে দু”বছর আগে মালয়েশিয়া গিয়েছিল ছেলে। সেখানেই এমন মর্মান্তিক পরিণতি তাঁর। মণির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আগরতলা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বসানো হয়েছে মেডিক্যাল টিমও।
পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, করোনাভাইরাসে কোনো ভারতীয় মারা গেছেন বলে তথ্য নেই তাদের কাছে।
বুধবার সন্ধ্যা পর্যন্ত মনিরের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেননি ভারতের স্বাস্থ্য দফতরের পরিবার ও কল্যাণ বিভাগের সংশ্লিষ্টরা।
মহামারীতে রূপ নেওয়া করোনাভাইরাসে বুধবার একদিনে চীনের মূল ভূখণ্ডে প্রায় দেড় হাজার মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন এ তথ্য দিয়েছে।
তাদের মতে, চীনে এ পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৬০৬৫ জন।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা