অনলাইন ডেস্ক
সোমবার এক ভিডিও বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, কোভিড-১৯ বা করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় বিশ^ব্যাপী আতংক বিরাজ করছে। এমন বাস্তবতায় প্রথম সারির যোদ্ধা হিসেবে চিকিৎসকরা কাজ করছেন। সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের জন্য বীমা ও প্রনোদনা ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
চিকিৎসকদের সকল দিক থেকে সুরক্ষিত রাখতে সরকারের প্রতি অনুরোধও জানান গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা লকডাউন নিশ্চিত করতে কাজ করছেন। পাশাপাশি করোনা রোগী হাসপাতালে নেয়া, দাফন ও জানাজা এবং দুঃস্থ্যদের জন্য খাবার বিতরণ করছেন। তাই আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের জন্যও সরকার যেন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।
গণমাধ্যম কর্মীদের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, করোনা যুদ্ধে আমাদের গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুকি নিয়ে মাঠে কাজ করছেন। তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছে এবং একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
তিনি বলেন, করোনা যুদ্ধে যারা মাঠে আছেন তাদের মত সাংবাদিকরা সুরক্ষা পাচ্ছেন না। জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন সাংবাদিকরা কিন্তু তাদের ক্ষতিপূরণের নিশ্চয়তা নেই। আবার অনেকের চাকরী নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকের বেতন দেয়া হচ্ছেনা, ছাটাইয়ের কথা শোনা যাচ্ছে। এমন বাস্তবতায় গণমাধ্যম কর্মীদের জন্য সরকারের বিশেষ ভাবে দৃষ্টি দেয়া জরুরী। বেসরকারী খাতের গণমাধ্যম কর্মীরা যেন চাকরীচ্যুত না হয়, সময় মত যেন বেতন পান এবং সুরক্ষিত ভাবে কাজ করতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা