সিনিয়র স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি সামাল দিতে নিজেদের কর্মীদের সুরক্ষায় বেশকিছূ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো।
বাংলা দৈনিক প্রথম আলো পত্রিকা তার নারী কর্মীদের ছুটি দিয়েছে। অফিসে ঢোকার আগেই তাপমাত্রা মাপার ব্যবস্থা নেয়া হয়েছে। জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করতে হবে। অসুস্থ বোধ হলে ছুটি নিতে বলা হয়েছে অফিস থেকে।
ডেইলি স্টার ভবনের নীচেই হ্যান্ড সেনিটাইজার ও বেসিন রাখা হয়েছে, যাতে সংবাদ কর্মীরা হাত জীবাণুমুক্ত করতে পারেন। তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা রয়েছে। অফিস থেকে মাস্ক সরবরাহ করা হয়েছে প্রত্যেকের জন্য। মেডিকেল বা ঝুঁকিপূর্ণ রিপোর্টিংয়ের জন্য আলাদা পোশাকের কথা ভাবা হচ্ছে। আইইডিসিআরের সংবাদ সম্মেলনে রিপোর্টার পাঠানো বন্ধ রেখেছে তারা।
একই ভবনে অবস্থিত ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন এবং অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন বাড়িতে বসে কাজের সুযোগ দিয়েছে কর্মীদের।
বিডিনিউজ 24 ডটকমে কর্মীদের পরিচ্ছন্নতার জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। মৌখিকভাবে ওয়ার্ক অ্যাট হোমের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
লাল সবুজের কথা ডটকম এ কর্মীদের পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। কর্মীদের বাসা থেকে কাজের মৌখিক প্রস্তুতি নিতে বলা হয়েছে।
অধিকার ডট নিউজ এ বাসা থেকে কাজ করার সুযোগ দেয়া হয়েছে। জরুরি এক ঘোষণায় জানানো হয়, আগামী ২১ মার্চ (শনিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য নিজ নিজ বাসায় থেকে সংবাদের কাজ করবেন বার্তা বিভাগের সাংবাদিকরা। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে যোগাযোগের মাধ্যমে প্রিন্ট ও অনলাইনের সংবাদের কাজ পরিচালনা করা হবে।
বাংলাদেশ পোস্টে সতর্কতা হিসেবে কর্মীদের বাসায় থেকে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটির সাংবাদিক, কর্মকর্তা এবং কর্মচারীদের শুধুমাত্র কয়েকজন গুরুত্বপুর্ণ ব্যক্তি ব্যতীত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাড়িতে বসেই কাজ করবেন।
সময় টিভি এবং চ্যানেল টুয়েন্টিফোর হাত জীবাণুমুক্ত করার প্রতি জোর দিয়েছে।
জাতীয় প্রেসক্লাব ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি নিজেদের কর্মীদের সুরক্ষার জন্য হাত ধোয়া এবং হ্যান্ড গ্লাভসের প্রতি জোর দিয়েছে।
এদিকে, সাংবাদিকদের সুরক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) বেশকিছু প্রস্তাব দিয়েছে। তারা বড় ধরনের গণ জমায়েত বা যে প্রেস ব্রিফিংগুলো ফেসবুক বা অন্য অনলাইনের মাধ্যমে করা যায় সেগুলো কাভার করতে সাংবাদিকদের না পাঠানোর অনুরোধ জানিয়েছে।
বিশেষ করে সস্পাদক , বার্তা সম্পাদক এদের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, গণমাধ্যম কর্মীদের অ্যাসাইনমেন্ট কমিয়ে দিতে হবে, বাসায় অবস্থান করে কাজ করার সুযোগ দিতে হবে, মিডিয়া হাউজগুলো নিজেদের মধ্যে সংবাদ আদান প্রদান করবে/সম্বনয় করে কাজ করবে, কোন গণমাধ্যম কর্মীকে কাজ করতে বাধ্য করা যাবেনা।
নেতৃবৃন্দ দায়িত্ব পালনকালে জীবানুনাশক, মাস্ক সরবরাহ করা এবং সমাজের বাস্তব চিত্র মানুষের কাছে তুলে ধরার ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত সংবাদ কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
একইসঙ্গে দেশী-বিদেশী গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিরাপত্তার বিষয়ে ডিইউএমসিজেএএ গভীর উদ্বেগ প্রকাশ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য জোর দাবী জানান।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা