সিনিয়র স্টাফ রিপোর্টার : তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, শুষ্ম মৌসুমে তিস্তা নদীর পানির প্রবাহ নিয়মিত রাখা, ভারতের পানি আগ্রাসন এবং বাংলাদেশ সরকারের নতজানু নীতির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পূর্ব ঘোষিত ২০ থেকে ২২ ‘তিস্তা মার্চ’ কর্মসূচি করোনা ভাইরাস এর সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় কিছুটা পরিবর্তন করা হয়েছে।
এখন কেন্দ্রীয়ভাবে ঢাকার এবং রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি হিসেবে পালিত হবে। পরিবর্তিত কর্মসূচি হিসেবে আগামী শুক্রবার (২০ মার্চ) সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ২১ মার্চ বগুড়ায়, ২২ মার্চ রংপুর ও নীলফামারীসহ অন্যান্য জেলায় সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বুধবার (১৮ মার্চ) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বলেন পানির ন্যায্য হিস্যার দাবিতে আমাদের ধারাবাহিক আন্দোলন উদ্ভূত পরিস্থিতিতে সংক্ষিপ্ত ও সংকুচিত আকারে করতে হচ্ছে। কিন্তু পনির দাবিতে আমাদের ন্যায়সংগত আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে খালেকুজ্জামান পরবির্তিত কর্মসূচি সফল করার জন্য দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা