অতীতের মার্স করোনা ভাইরাস এবং সার্স করোনা ভাইরাস (থেকে বলা যায় সামনের দিনগুলোতে আরও মানুষ আক্রান্ত হতে পারে। মানুষের ভৌগলিক অবস্থান এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে যে কোন সময়ে এই রোগ বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা আছে। তাই এ দেশে রোগটি যাতে আশংকাজনকভাবে বৃদ্ধি পেতে না পারে সে জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে সতর্ক অবস্থায় থাকতে হবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে একথাগুলো জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. সানিয়া তাহমিনা।
তিনি জানান, করোনা ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হয়, এ ছাড়াও অনেক ধরনের করোনা ভাইরাস উটসহ বিভিন্ন পশু, বিড়াল ও বাদুরের মধ্যে দেখা যায়। প্রাণীদেহে সংক্রমিত করোনা ভাইরাসগুলি সাধারনত মানুষকে আক্রান্ত করে না।চীনের উহান শহরে সনাক্তকৃত বেশীর ভাগ রোগী শহরের একটি সামুদ্রিক খাবার ও পশুর বাজার হতে আক্রান্ত হয়েছে।
তিনি জানান, স্বাস্থ্য কর্মীগন যারা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, তাদের কেউ আজ পর্যন্ত আক্রান্ত হবার খবর পাওয়া যায় নি। আক্রান্ত ব্যক্তিদের মাধ্যমে কমিউনিটিগুলোতে অন্য কেউ আক্রান্ত হয় নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, সীমিত আকারের মানুষ থেকে মানুষে সংক্রমণ হতে পারে। এখন পর্যন্ত এই রহস্যজনক ভাইরাসে ১৯৮ জন আক্রান্ত হয়েছে তার মধ্যে ৩ জন মৃত্যুবরন করেছেন । ১৯৮ জন আক্রান্ত ব্যক্তির সবাই চীনের হুবেই প্রদেশে অর্ন্তগত উহান শহর থেকে আক্রান্ত হয়েছে। এবং ভ্রমণজনিত কারনে থাইল্যান্ডে ২টি ও জাপানে ১টি রোগী সনাক্ত হয়েছে যারা চীনের উহান শহরে ভ্রমণ করেছিলেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা