রাজধানীর গুলশানের একটি হাসপাতালে করোনা ভাইরাসের মতো উপসর্গ নিয়ে চীনের একজন নাগরিক ভর্তি হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) তিনি হাসপাতালে ভর্তি হন।
তবে, করোনা রোগী সনাক্ত হওয়া প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত দেশে কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর তথ্য আসেনি। এ বিষয়টি আইইডিসিআর দেখছে।
এ বিষয়ে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আই ই ডি সি আর) এর পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেবরিনা ফ্লোরা গণমাধ্যমকে জানান, আমরা শুনেছি ওই হাসপাতালের একজন চীনা নাগরিক ভর্তি হয়েছেন। আমরা তার স্যাম্পল কালেকশন করবো, তা পরীক্ষা-নিরীক্ষা করে বলা যাবে তিনি করোনাভাইরাস বহন করছেন কি না।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা