বারডেম হাসপাতালে ঢোকার আগে এবং বের হওয়ার পর হাত ধোয়ার ব্যবস্থা। ছবি : তাসকিনা ইয়াসমিন।
তাসকিনা ইয়াসমিন : করোনা ভাইরাস এখন বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে দেশে ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই অবস্থায় সরকারিভাবে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে। যারা জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাচ্ছেন তাদের জন্য বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
আগন্তুকদের পরীক্ষা করতে প্রস্তুত আইসিডিডিআর,বির কর্মীরা।
নিজস্বভাবে আইসিডিডিআর,বিতে থার্মাল স্ক্যানার দিয়ে সেখানে আগত সকলের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আউটডোর এর ব্যবস্থা করা হয়েছে।
থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করছেন একজন স্বাস্থ্যকর্মী। ছবি : তাসকিনা ইয়াসমিন।
করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানীর বারডেম হাসপাতালে ঢোকার আগে এবং হাসপাতাল থেকে বের হবার পর হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
অনলাইন টিকেট বিক্রেতা প্রতিষ্ঠান পরিবহন ডটকম তার কর্মীদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে বলে জানান, সেখানে কর্মরত জান্নাতুল তুনিয়া।
আইইডিসিআর এ আগত ব্যক্তিদের সুরক্ষায় সেখানে তারা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে।
ব্যক্তিগত উদ্যোগে মুখে মাস্ক ব্যবহার করছেন অনেকেই। ছবি : তাসকিনা ইয়াসমিন।
করোনা প্রতিরোধে একমাসব্যাপী রাজধানীর ৬ পয়েন্টে জীবাণুনাশক পানি দিয়ে হাত ধোয়ার উদ্যোগ নিয়েছেন হানিফ বাংলাদেশী।
এ প্রসঙ্গে তিনি বলেন, করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারী আকার ধারণ করেছে। ভাইরাস সংক্রমিত ব্যক্তি সংস্পর্শে খুবই দ্রুত ছড়িয়ে পড়ে এই ভাইরাস। সাধারণ হাত থেকে নাক, মুখ, চোধের মাধ্যমে মানুষ বেশি সংক্রমিক হয়। তাই কমলাপুর রেলষ্টশন, সায়েদাবাদ বাস টার্মিনাল, গুলিস্থান প্রেসক্লাব, পল্টনে জীবানুনাশক পানির ড্রাম বসানো আছে। সবাই নিজ উদ্যোগে হাত পরিস্কার করুন। এই কার্যক্রম আগামী ১ মাস চলবে। এই কার্যক্রম অব্যাহত রাখতে দেশবাসীর সহযোগিতা কামনা করছি।
রোনা ভাইরাসের রোগীর সংখ্যা বেড়ে গেলে এবং সরকার অনুমতি দিলে আউটডোরে সেবা দেবে আইসিডিডিআর,বি। প্রস্তুত তাঁবু। ছবি : তাসকিনা ইয়াসমিন।
সাধারণত মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষায় বিনামূল্যে মাস্ক সরবরাহ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা ফ্রি’তে বিলি করা হচ্ছে।
এর আগে গত ১৬ মার্চ ঘোষণা দিয়ে দেশের সকল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইন ও চিকিৎসার জন্য টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ইতিমধ্যে ইজতেমা ময়দান সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
করোনা ভাইরাসে ১৯ মার্চ পর্যন্ত সারা পৃথিবীতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯১ হাজার ১শ ২৭ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ১৫১২৩ জন আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৭৮০৭জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৭৮৬ জন বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন। এই অবস্থায় সকলকে নিজ ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছেন তিনি।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা