সিনিয়র স্টাফ রিপোর্টার : করোনা প্রতিরোধে সাংবাদিকদের জন্য ছয়টি পরামর্শ দিয়েছেন সিনিয়র সাংবাদিক হারুন উর রশীদ। তিনি তার ফেসবুক পোস্টে এই বিষয়টি পোস্ট করেন। সেখানে তিনি বলেছেন, ’জনসভা, প্রেস কসফারেন্স না করে প্রেস রিলিজ পাঠানোর কথা বলুন অথবা ফেসবুকে লাইভ করতে বলুন।
তিনি বলেছেন, খুব প্রয়োজন না হলে ঘরে বা অফিসে বসে কাজ করুন। অফিসের অর্ধেক লোক বাসায় বসে কাজ করুন।
এছাড়া তিনি বলেছেন, দোহাই বিদেশ থেকে ফিরে অফিসে বা বাইরে ঘুরবেন না, বাসায় থাকুন। অন্ততঃ অন্যের ঝুঁকি বাড়াবেন না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যানুযায়ী, বুধবার (১৮ মার্চ) পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৯শ ৭৫ জন। এর মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৫২৯ জনের মৃত্যু হয়েছে। ১৫৯ টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর দেয়া তথ্যানুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছে ৪৩ জন। হাসপাতালে আইসোলেশনে আছে ১৬ জন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা