অনলাইন ডেস্ক
দেশে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৬৫ জনে পৌঁছালো।
একই সময়ে সারাদেশে এই ভাইরাস সনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬১১ জনের শরীরে। এ নিয়ে মোট সনাক্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন।
শনিবার (৮ আগস্ট) দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৭ টি। এ পর্যন্ত মোট ১২ লাখ ৪৯ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তাছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ২০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জনে পৌঁছালো।
দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত ৮ মার্চ। করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।