টিনসেল টাউনে এবার হানা দিলো করোনাভাইরাস (কভিড-১৯)। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার ১৪ দিন পর করোনায় আক্রান্ত হলেন সঙ্গীত শিল্পী কনিকা কাপুর। আপাতত লখনউতে নিজের বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন এই গায়িকা।
কনিকা কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ‘দেশে ফেরার পর বিমানবন্দরে তাঁর সমস্ত পরীক্ষা হয়েছে। তখনও কিছু ধরা পড়েনি। তারপরেও দিন দশেক তিনি সুস্থ ছিলেন। দিন চারেক আগে তাঁর ফ্লু দেখা দেয়। তখনই চিকিৎসকের কাছে গেলে করোনার সংক্রমন ধরা পড়ে।’
রোগ যাতে না ছড়ায় তার জন্য ইতোমধ্যেই তিনি এবং তাঁর পরিবার কোয়ারান্টাইনে রয়েছেন।
দেশে ফেরার পর যাঁদের সঙ্গে তাঁর দেখা বা কথা হয়েছ তাঁদেরও খোঁজ চলছে বলে জানা গেছে।
এই অবস্থায় সঙ্গীত শিল্পী কনিকার আর্জি, লক্ষ্মণ ধরা পড়েলেই দেরি না করে সবার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আপাতত হাল্কা জ্বর ছাড়া আর কোনও সমস্যা নেই দাবি করে কনিকা কাপুর বলেন, ‘অযথা এই রোগ নিয়ে ভয় না পেয়ে, আতঙ্ক না ছড়িয়ে সরকারের বাতলে দেওয়া পথে সবার চলা উচিত। একই সঙ্গে আইসোলেশনে রাখা উচিত সবাইকে।’
এর আগে হলিউডের একাধিক তারকা করোনা কাঁটায় ক্ষতবিক্ষত। এই তালিকায় রয়েছেন, টম হ্যাঙ্কস এবং তাঁর স্ত্রী রিটা উইলসন, ইদ্রিস এলবা, গেম অফ থ্রোনস অভিনেতা ক্রিস্টোফার হিজজু, ইন্দিরা ভার্মা, কোয়ান্টাম অফ সোলস তারকা ওলগা কুরলেনকো এবং ফ্রোজেন ২ ভয়েস অভিনেতা রাচেল ম্যাথিউজ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা