নারায়ণগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস আজ সারা বিশ্বের মতো বাংলাদেশের মানুষকেও আতঙ্কিত করে তুলেছে। আতঙ্কিত হয়ে এ ভাইরাস মোকাবেলা করা সম্ভব নয়, করোনা মোকাবেলার এক মাত্র পথ সচেতনতা ও সাবধানতা।
সোমবার (১৬ মার্চ) মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গিবাদ ও সমসাময়িক করোনা ভাইরাস প্রতিরোধে আয়োজিত ওপেন হাউজ ডে উপলক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে একথা বলেন ১১ নং ওয়ার্ড কাউন্সিলার জমসের আলী ঝন্টু।
তিনি বলেন, এলাকায় মাদক বিক্রেতা ও মাদকাসক্তদের কোন ভাবেই ছাড় দেয়া হবেনা। সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি বলেন, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিকে নির্মূল করতে না পারলে সমাজের স্বাভাবিক গতি ফিরিয়ে আনা যবে না। তাই যে সব ইভটিজার বিবি মরিয়ম স্কুলসহ আশপাশে আড্ডা জমায় তাদের কঠোর হস্তে দমন করা হবে।
মাদক প্রতিরোধে সকল অভিভাবককে তাদের সন্তানদের প্রতি সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে আহবান করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।
তিনি বলেন, মাদক কারবারীদের তথ্য সংগ্রহে সমাজের সচেতন মানুষকে দায়িত্ব নিতে হবে। শুধু তাই নয় মাদক কারবারীদেরকে সমূলে বিনাশ করার জন্য একদিকে এদের নামের তালিকা সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করতে হবে অপর দিকে মাদক কারবারিদের ছবি জনসম্মুখে টানিয়ে রাখাতে হবে। যাতে করে এ সকল ঘৃণিত মাদক কারবারীরা ভীত ও লজ্জিত হয়।
মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর আহবায়ক বদরুল হক বলেন, মাদকাসক্তদের প্রতি সহানুভূতির দৃষ্টিতে তাকানো ও তাদেরকে ভালোবাসা আদরে সুস্থ জীবনের ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। মাদকাসক্তদের একজন অসুস্থ মানুষ হিসাবে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ার লক্ষে সকল বিবেকবানদের মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর পাশে দাড়ানোর আহবান জানান ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক শমসের আলী, আহাম্মদ হোসেন, মোহাম্মদ হোসেন, সৈয়দ আলী সর্দার, ইব্রাহিম মিয়া, হাজী শওকত মাষ্টার প্রমূখ ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা