অনলাইন ডেস্ক
এটাই প্রথম বাংলাদেশের কারাগারগুলোতে কর্মরত কোনো রক্ষীর করোনাভাইরাস সংক্রমণ ঘটনা।
ঢাকার জেলার মো. মাহবুবুল ইসলাম বলেন, “গত কয়েকদিন ধরে তিনি (ওই রক্ষী) অসুস্থ ছিলেন। আজ (মঙ্গলবার) ফলাফল আসার পর তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।”
ওই কারারক্ষীকে হাসপাতালে ভর্তির পর ব্যারাকে তার সঙ্গে থাকা অন্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানান তিনি।
কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলেন, ওই ব্যারাকে থাকা কারারক্ষীরা সাধারণত বিভিন্ন হাসপাতালে বন্দিদের নিয়ে যাওয়ার সময় নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন। হাসপাতাল থেকেই তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা কারা হচ্ছে। এই প্রথম তাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
কর্নেল আবরার বলেন, “এই কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ বন্দিদের সাথে ডিউটি করত। এই হাসপাতাল থেকে কোনো না কোনোভাবে তিনি আক্রান্ত হয়ে থাকতে পারেন।”
এই রক্ষী কারাগারের ভেতরে দায়িত্ব পালন করেননি জানিয়ে তিনি বলেন, “এখনও দেশের কোনো কারাগারে কোনো বন্দির মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়নি। তারপরেও সারাদেশে আটটি আইসোলিশন ইউনিট প্রস্তুত রয়েছে।”
নতুন বন্দিদের বিষয়ে খুবই সতর্ক থাকছেন জানিয়ে কর্নেল আবরার বলেন, “নতুন বন্দি কারাগারে ঢোকার পর তাদের ১৪ দিন সাধারণ বন্দিদের থেকে আলাদা করে রাখা হয়। এই সময়ের মধ্যে কারও করোনা উপসর্গ দেখা দিলে নির্ধারিত ইউনিটে পাঠিয়ে দেওয়া হবে।”
ঢাকা কেন্দ্রীয় কারাগারে এখন প্রায পৌনে ১০ হাজার বন্দি রয়েছে জানিয়ে জেলার মাহবুবুল বলেন, “তাদের কারও মধ্যে করোনার উপসর্গ নেই। আমরা খুবই সতর্ক আছি।”
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা