সিনিয়র স্টাফ রিপোর্টার : দেশে তিনজনের মধ্যে করােনা ভাইরাসে সংক্রমণের খবর প্রকাশিত হওয়ার পর নারী দিবসের অনুষ্ঠান বাতিল করেছে নারীপক্ষ। এবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) পল্লবী ঈদগাহ মাঠ, মিরপুরে এ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। নারীপক্ষ’র সভানেত্রী মাহমুদা বেগম গিনি জানান, বর্তমানে করোনা ভাইরাস বিস্তারের বিষয়টি বিবেচনায় নিয়ে উক্ত অনুষ্ঠানটি বাতিল করা হলো।
আশাকরি আগামী বছর আমরা অনুষ্ঠানটি আরো ভালোভাবে করতে পারবো এবং সেখানে আপনাদের পাশে পাবো।
নারীপক্ষ’র অনুষ্ঠানটি একইদিনে রবীন্দ্র সরোবরে হওয়ার কথা ছিল। সেখানে সংস্কার কাজ শুরু হওয়ায় কর্তৃপক্ষ ভেন্যু পরিবর্তন করে মীরপুর পল্লবীতে করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে সেটিও বাতিল করা হলো।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক আইইডিসিআর-এর ভাইরোলজি ল্যাবরেটরিতে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হতে পারেন এমন ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে তিন জনের নমুনাতে কোভিড-১৯ পাওয়া গেছে। এদের মধ্যে দু’জন ইতালী থেকে আগত প্রবাসী বাংলাদেশী। বাকী একজন ইতালী ফেরত প্রবাসীর পরিবারের নারী সদস্য। তাদের উপসর্গ মৃদু হলেও তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বয়সের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা ২০-৩৫ বৎসর।
তিনি জানান, রবিবার (৮ মার্চ) পর্যন্ত দেশে আসা ৫১১৬৬০ জনের স্ক্রিনিং করা হয়েছে। করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে ১২০ জনের। যার মধ্যে তিনজনের এ সংক্রমণ পাওয়া গেছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা