অনলাইন ডেস্ক
গেলো রোববার দুপুরে পঞ্চগড় থেকে বোদা উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় যাচ্ছিলেন, দেড়শতাধিক সনাতন ধর্মাবলম্বী। অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি করতোয়া নদীর আওলিয়াঘাট এলাকায় ডুবে যায়।
ওইদিনই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর করতোয়া নদীর বিভিন্ন এলাকায় একের পর এক ভেসে উঠতে থাকে মৃতদেহ।
ভয়াবহ এই নৌ-দুর্ঘটনার তৃতীয় দিন মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। পঞ্চগড়সহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ডুবুরিরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। তাদের সাথে নেমেছে স্থানীয়রাও। এদিন ভোর থেকে দুপুর পর্যন্ত অন্তত ১৩ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা।
এদিকে, নিখোঁজদের সন্ধানে করতোয়া নদীর দু’পাড়ে ভিড় করছেন স্বজনরা। কেউ কেউ নিজ উদ্যোগে অনুসন্ধান চালাচ্ছে নদীতে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।
স্থানীয় মাড়োয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষ থেকে তথ্য কেন্দ্র খোলা হয়েছে। উদ্ধারের পর দেহগুলো সেখানে নেয়া হচ্ছে। শনাক্ত করার পর এ পর্যন্ত ৫৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।
মৃতদের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৩৬ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর একজন, পঞ্চগড় সদরের একজন ও ঠাকুরগাঁও সদর উপজেলার একজন রয়েছে। এরমধ্যে ২৭ জন নারী, ১৫ জন পুরুষ ও ১৫টি শিশু রয়েছে। জেলা প্রশাসনের গঠন করা পাঁচ সদস্যের কমিটি মর্মান্তিত এই নৌকাডুবির ঘটনার তদন্ত করছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা