কম্বোডিয়ায় উপকূলীয় শহর কেপে সাততলা একটি ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে ।
শুক্রবার হওয়া এই ভবন ধসের ঘটনায় এখনও আটকা পড়ে আছে অনেকে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হতাহতদের বিষয়ে কেপ শহরের গভর্নর কেন সাথা বলেন, এই পর্যন্ত ২৪ জন নিহতের খব নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজনকে এখনও উদ্ধার করা যায়নি। তবে ঠিক কতজন ওই ভবনটিতে আটকা পড়েছে সেটি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এদিকে শনিবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেছেন, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
প্রায় এক বছর আগে কম্বোডিয়ার সিহানুক প্রদেশের প্রিহা নামক এলাকায় নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়। ওই ঘটনার রেশ না কাটতেই ফের ভবন ধসে প্রাণহানির ঘটনা ঘটলো। এএফপি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা