অনলাইন ডেস্ক
শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকাল সাড়ে তিন’টায় শুরু হবে ম্যাচটি। অনুশীলনে নামার আগে সোজা প্রেমাদাসার সেন্টার উইকেটে হাজির হন টাইগার কোচ হাথুরুসিংহে আর নির্বাচক আব্দুর রাজ্জাক। সাথে যোগ দেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড আর স্পিন কোচ রঙ্গনা হেরাথও। এরপরই আসেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। লিটনকে সঙ্গে নিয়ে ছক কষলেন লঙ্কাবধের।
তবে প্রেমাদাসার রেকর্ড অবশ্য কথা বলেনা টাইগারদের হয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠে খেলা ৯ ওয়ানডের একটিতেও জয় নেই বাংলাদেশের। তবে ম্যাচের আগে সেগুলোকে অতীত বলেই উড়িয়ে দিলেন টাইগার কোচ চান্দিকা হাথুরাসিংহে।
তিনি বলেন, ওপেনিংয়ে কে খেলবে, কম্বিনেশন কি হবে এখনও কিছুই ঠিক করিনি। ২৪ ঘন্টার মধ্যে উইকেট বদলে যেতে পারে। রোদ-বৃষ্টিতে পিচ কতক্ষণ ঢাকা থাকছে তার উপর অনেক কিছু নির্ভর করছে। এখানে আমাদের আগের রেকর্ড ভালোনা ঠিকই, তবে সেটা অতীত। আমি কলম্বোর কন্ডিশনের সাথে লম্বা সময় ধরে পরিচিত, আশা করি ভালো কিছু হবে।
এশিয়া কাপের গ্রুপ পর্বে দুই ম্যাচে দুই জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। সুপার ফোরে তাদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ, যাদেরকে ৫ উইকেটে হারিয়ে আসর শুরু করেছিল লঙ্কানরা। তবে কলম্বো ম্যাচের আগে টাইগারদের সমীহই করলেন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড।
তিনি বলেন, বাংলাদেশ খুব ভালো দল। তাদের সাথে লড়াই করতে আমরা সেরা প্রস্ততি নিচ্ছি। ক্যান্ডির উইকেটের সাথে এখানকার পার্থক্য রয়েছে। বাংলাদেশের একটা সেরা বোলিং লাইনআপ আছে। প্রেমাদাসার কন্ডিশন অনুযায়ী আমরা সেরা কম্বিনেশন নিয়েই নামবো।
ওয়ানডেতে ৫২ বারের দেখায় লঙ্কানদের ৪১ জয়ের বিপরীতে টাইগারদের জয় মাত্র ৯ ম্যাচে। এশিয়া কাপে এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে ১৩টিতেই জিতেছে লঙ্কানরা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এখন পর্যন্ত ১১ ওয়ানডের সবগুলোই হেরেছে টাইগাররা। এরমধ্যে শ্রীলঙ্কা কাছে ৯টি ও পাকিস্তানের বিপক্ষে হেরেছে ২টি ম্যাচ। তবে টি-টোয়েন্টিতে দারুণ তিনটি জয় আছে বাংলাদেশের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা