মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর কঙ্গো নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে আশাঙ্কা করা হচ্ছে।
ওই নৌকাটির ৭৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নৌকাটি ডিআর কঙ্গোর মাই ডোমবে প্রদেশ থেকে দক্ষিণে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল বলে জানিয়েছে বিবিসি।
শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকাডুবির কারণ জানা যায়নি। যাত্রীদের পরনে লাইফ জ্যাকেট ছিল না বলে ধারণা করা হচ্ছে।
৪০ মিটার (১৩০ ফুট) লম্বা ওই নৌকাটিতে থাকা যাত্রীদের অনেকেই সাঁতার জানতো না বলে জানা গেছে।
ডিআর কঙ্গোর নদীপথে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীবোঝাই ও অনিরাপদ নৌযান ব্যবহারই এসব দুর্ঘটনার প্রধান কারণ।
NB:This post is copied from https://bangla.bdnews24.com