অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাওড়া-বৃষ্টপুর রেললাইনে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহতের নাম ফারুক হোসেন (১৮)। সে উপজেলার বাওড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং গোপালপুর পৌর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ছাত্র।
নিহতের পিতা বাচ্চু মিয়া জানান, ‘বাড়ির পাশে রেললাইন হওয়ায় লাইনের ওপর বসে চার বন্ধু মিলে ফ্রি ফায়ার গেমস খেলছিল। রাতে বন্ধুরা চলে গেলেও ফারুকের বাড়ি রেল লাইনের পাশে হওয়ায় সে বসে গেমস খেলতে থাকে। পরে রাতে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের মাধ্যমে তার ছেলের মৃত্যুর খবর জানতে পারেন। ’
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ জানান, ‘মরদেহ থেকে ১ কিলোমিটার দূরে মাথা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে লাশটি সনাক্ত করা হয়।’
স্থানীয়রা জানান, ‘বাওড়া-বৃষ্টপুরে বিকাল থেকে লাইনের ওপর সারিবদ্ধভাবে বসে মোবাইল গেমস- পাবজি, ফ্রি ফায়ারে মেতে ওঠে স্থানীয় তরুণরা।’
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘যেহেতু ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে, তাই এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা