মৌসুমের শুরুতেই পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা
কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্টের বি-ব্লকে অবস্থিত হোটেল পিংকশোরে দুর্ধর্ষ ডাকাতি, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করেন সশস্ত্র মুখোশধারী ডাকাত দল। এসময় বেপরোয়া হামলা ও মারধরে ৫ কর্মচারী আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
আহত নিরাপত্তা প্রহরী নুরুল হক জানান, রাত ২ টার দিকে অর্ধশতাধিক সশস্ত্র ডাকাতদল অতর্কিতভাবে হোটেলে ঢুকে রিসিপশন এবং এমডির কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। প্রায় ২০ মিনিটের কমান্ডো স্টাইলের ডাকাতিতে হোটেলের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন কক্ষে অবস্থানরত অতিথিরা জিম্মি হয়ে পড়ে।
চাঁদপুরে পেঁয়াজ-রসুন উৎপাদন লক্ষ্যমাত্রা ৯২২৮ মেট্রিকটন
পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। বেড়াতে গিয়ে এমন দৃশ্য দেখে অনেক পর্যটক হোটেল ছেড়ে চলে গেছে।
পর্যটন মৌসুমের শুরুতেই এমন ঘটনায় কক্সবাজারের পর্যটনশিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে স্থানীয়রা মনে করছে।
ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার মালিকানার দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানান।
হোটেল পিংকশোরের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আশরাফুল ইসলাম জানান, হোটেলে অবস্থানরত এক অতিথির ফোন পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন, সব তছনছ করে ফেলা হয়েছে।
বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষের কাউন্টডাউন ১০ জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এমডি আশরাফ জানান, তার ড্রয়ারে রাখা জমি বিক্রির বায়না বাবদ নেওয়া ৫০ লক্ষ টাকা তালা ভেঙ্গে নিয়ে গেছে ডাকাত দল। ভাঙ্গচুর করেছে তার কক্ষ, রিসিপশন ও হোটেলের বিভিন্ন কক্ষ। তিনি জানান, ল্যাপটপ-কম্পিউটার, সিসি ক্যামেরা, ক্রেডিট কার্ড, চেকবই, নিরাপত্তাকর্মীদের মোবাইলসহ হোটেলের প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি ও লুট হয়েছে।
বেপরোয়া মারধরে আহত হয়েছে নিরাপত্তাকর্মী নুরুল হক, রিদওয়ান, মোরশেদ, এরফান, মাসুদ ও আলাউদ্দিন।
নিরাপত্তাকর্মী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশরাফুল আরো জানান, ডাকাত দলের সদস্য অর্ধশতাধিক হলেও কয়েকজনকে তারা চিনতে পেরেছে। ঘটনায় নেতৃত্ব দিয়েছে মকতুল, জালাল, বেলাল, ফয়সাল, তৌহিদুল আনোয়ার। তারা মুখোশ পরিহিত ছিল না বলে নামগুলো জেনেছে হোটেলপক্ষ।
ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন হোটেল ব্যবসায়ীরা।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা