অনলাইন ডেস্ক
মঙ্গলবার (১৬ এপ্রিল) মধ্যরাতে চকরিয়া উপজেলার মানিকপুর ১নং ওয়ার্ডের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে এবং নিহত শফিউল আলম স্থানীয় আবু সালামের ছেলে । এ ঘটনা নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকপুর এক নম্বর ওয়ার্ডের মেম্বার জাহেদুল ইসলামের সাথে সেলিমের পরিবারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। মঙ্গলবার পূর্ব শত্র“তার জেরে স্থানীয় নবীন ক্লাবের সামনে মেম্বার জাহেদের নেতৃত্বে সেলিমের উপর হামলা করে একদল সন্ত্রাসী।
পরে তাকে বাঁচাতে এগিয়ে আসলে শফিককেও কুপিয়ে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করে। মুমূর্ষু অবস্থায় চৌকিদার শফিউলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর পর বুধবার রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, এই ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। ঘটনার পর থেকে অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা